ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দুটি হবে জর্ডানের আম্মানে। স্বাগতিক জর্ডান ছাড়া অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে ৩১ মে ও ৩ জুন। তবে কোন তারিখে কোন দলের বিপক্ষে খেলবে তা ঠিক হয়নি। দু’একদিন পরে ম্যাচের সূচি পাওয়া যাবে। ত্রিদেশীয় প্রীতি ম্যাচ হলেও কোনো ফাইনাল থাকছে না। প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে।
বৃহস্পতিবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, সকালে প্রধান কোচ পিটার বাটলারের সাথে এই সিরিজ নিয়ে আলোচনায় বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দল জর্ডান যাবে ২৭ মে। দুই ম্যাচ খেলে ৪ জুন দেশে ফিরবে দল।
এই সিরিজের আয়োজক জর্ডান বাংলাদেশকে হসপিটালিটি দেবে ৩০ মে থেকে। তবে বাফুফে তিনদিন আগেই সেখানে দল পাঠাবে বেশি অনুশীলনের সুযোগ করে দেওয়ার জন্য। কোচের চাহিদা মতোই বাফুফে ম্যাচের তিনদিন আগে জর্ডানে মেয়েদের পাঠাবে।