ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। সর্বশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর সিলেটে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১৭৪ রান তুলে জয়ী হয় জিম্বাবুয়ে। ৪ বছর পর টেস্টে জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল জিম্বাবুয়ে। এরপর চার বছরে ১০ টেস্টের আটটিতে হার ও দু’টিতে ড্র করে জিম্বাবুয়ে।
বৃষ্টির কারণে ১ ঘন্টা ১৫ মিনিট দেরিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু হয়। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে ছিল টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ ও জিম্বাবুয়ে ২৭৩ রান করেছিল। ১৯ টেস্টে মুখোমুখি হয়ে দু’দলের জয় এখন সমান ৮টি করে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।