ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে ভারতে সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়েছে বাংলাদেশ দল। সেই লক্ষ্য পূরণে একটু একটু করে এগিয়ে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।
দ্বিতীয় সেমিফাইনালে ভারত লড়বে মালদ্বীপের বিপক্ষে। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে দুই দুই গোলে ড্র করে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থাকলেও পরে ম্যাচ ড্র করে মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভুটানের বিপক্ষে জয় পায় ৩-০ গোলে।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে ৪-০ গোলে। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে এসেছে তারা। সেমিফাইনালে নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সেমিফাইনালের আগে নিজেদের প্রস্তুত করতে চার দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। এই সময়টায় নেপালকে নিয়ে অনেক এনালাইসিস হয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানীর ছোটন। ১৮ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।