ক্রীড়া প্রতিবেদক
সিঙ্গাপুরে এশিয়া কাপ আরচ্যারীতে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে। প্রতিযোগিতা শেষে ব্রোঞ্জ ও রৌপ্য পদক জয়ী আরচ্যার এবং সবশেষ স্বর্ণপদক জয়ী আরচ্যার আলিফের গলায় মেডেল পরিয়ে দেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। প্রথম সেটে যেখানে আলিফের স্কোর ছিল ২৮, সেখানে গাকুতোর স্কোর ছিল ২৭। পরের সেটে আলিফ ২৯ করেন। এবং গাকুতো ২৮ পয়েন্ট স্কোর করেন। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান জাপানি আরচ্যার। পরের দুই সেট আবারও জিতে খেলায় সমতা আনেন। তৃতীয় সেটে গাকুতো করেন ২৮। আলিফ করেন ২৭। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। তার স্কোর ছিল ২৭। আলিফ ২৬ স্কোর করে পিছিয়ে পড়েন।
এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা। আর সেখানে আলিফ ২৯ আর গাকুতো ২৬ স্কোর করেন। বিকেএসপি থেকে উঠে আসা আরচ্যার আলিফ এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে হেরেছিলেন চাইনিজ তাইপের আরচ্যারের কাছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আরচ্যারী গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনও পদক জিততে পারেননি একক ইভেন্টে। এবার স্বপ্ন পূরণ হলো আলিফের।