বাংলাদেশ যেভাবে এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের মেয়েদের লক্ষ্য অস্ট্রেলিয়া। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। সেই টুর্নামেন্টের বাছাই পর্ব খেলতে আজ রাত পৌনে তিনটায় মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

বাছাই পর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে মূল পর্বে। সে ক্ষেত্রে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার টিকেট কাটতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। মূল পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার। মিয়ানমারের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাফুকে ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

কিন্তু সমস্যা হচ্ছে তুর্কমেনিস্তান ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও বাহরাইন ও মিয়ানমার র‍্যাংকিংয়ে এগিয়ে। মিয়ানমারের সাথে বাংলাদেশের র‍্যাংকিংয়ের ব্যবধান অনেক। বাংলাদেশের বর্তমান রেংকিং ১২৮। আর মিয়ানমারের ৫৫। তবে মূল পর্বে খেলতে একটি কৌশলের কথা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাছাই পর্বে বাংলাদেশ ২৯ জুন বাহারাইন, ২ জুলাই মিয়ানমার ও ৫ই জুলাই তুর্কমেনিস্তান এর মুখোমুখি হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.