এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা আগামীকাল শুরু

ক্রীড়া প্রতিবেদক

এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। বাংলাদেশ টেনিস ফেডারেশন ও জেলা প্রশাসক ময়মনসিংহের ব্যবস্থাপনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় হবে এই টুর্নামেন্ট। খেলা হবে রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্স ও ময়মনসিংহ ক্লাবে।

রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মোট খেলোয়াড়ের সংখ্যা ১৮৭ ও জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামে অংশগ্রহকারী খেলোয়াড় ১৫০ জন মিলে মোট অংশগ্রহণকারী ৩৩৭ জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর হেড অব ব্র্যান্ড রোজার ইবনে আজাদ।

টুর্নামেন্টে রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন আইটিএফ হুয়াইট ব্যাজ রেফারী মাসফিয়া আফরিন। ৪ জুলাই শেষ হবে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.