ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ভলিবলের উন্নয়নে পাশে দাঁড়াচ্ছে তুরস্ক। এ দেশের খেলোয়াড় ও কোচদের জন্য উন্নত প্রশিক্ষণ, তুরস্কে গিয়ে বাংলাদেশ দলের খেলার আয়োজন সবকিছুর পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফারুক হাসান আরও জানান ছেলে ও মেয়েদের ট্রেনিং শুরু হচ্ছে আগামী মাস থেকে। এর জন্য কোচও ঠিক করেছে ফেডারেশন।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আজ শুরু হয়েছে জাতীয় ভলিবল প্রতিযোগিতা। পুরুষ বিভাগে দশটি ও নারী বিভাগে ছয়টি দল অংশ নিয়েছে। দুই বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ জুন। উদ্বোধনী অনুষ্ঠানে ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, সহ-সভাপতি মাছুদুল আলম, নারী ভলিবল উপ কমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন।