টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত। তার নেতৃত্বে কেমন করেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কলম্বো টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৭৮ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল শান্ত। তিনি জানান, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিস্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে।’

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ১৪ টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে নয়টিতে হেরেছে। জিতেছে চারটি। একটি ম্যাচ হয়েছে ড্র। টেস্টের অধিনায়ক হিসেবে শান্তর সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ করে। এছাড়া শান্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রথম টেস্টে বাংলাদেশ জয় পায়। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া শান্তর নেতৃত্বে বাংলাদেশ যে আরেকটি টেস্ট ম্যাচ জিতেছে সেটা জিম্বাবুয়ে বিপক্ষে।

শান্তর ব্যাটিং পারফরমেন্সর পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে অধিনায়ক না থাকা অবস্থার চেয়ে অধিনায়ক থাকা অবস্থায় শান্তর ব্যাটিং পারফরম্যান্স ভালো। অধিনায়ক থাকা অবস্থায় শান্ত ১৪ ম্যাচে ৩৬ এর উপর গড়ে ৯০৬ রান করেছেন। আর অধিনায়ক না থাকা অবস্থায় ২৩ ম্যাচে ২৯ এর উপরে গড়ে শান্ত ১২৮৩ রান করেছেন। অধিনায়ক থাকা অবস্থায় তিনটি এবং অধিনায়ক না থাকা অবস্থায় চারটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.