ফিফা র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৮৯৯ দশমিক ০১ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৮৪ নম্বরে আছে বাংলাদেশ। আজ সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে ফিফা।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের সাথে গোলশূন্য ড্র করে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠেছিল বাংলাদেশ। গত ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ র‌্যাংকিং থেকে ৫ দশমিক ১৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোন পরিবর্তন আসেনি। শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৮৮৫ দশমিক ৩৬। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানেই আছে যথাক্রমে- স্পেন,ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল । গত জুনে উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ১৭৭০ দশমিক ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.