ক্রীড়া প্রতিবেদক
অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপ শুরু করেছে ইন্টার মায়ামি। ৯৫ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সতীর্থ মার্সেলো ভাইগান্টকে দিয়ে অবিশ্বাস্য গোল করালেন লিওনেল মেসি। এই গোলেই অ্যাটলাসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
আজ বৃহস্পতিবার ঘরের মাঠ ফোর্ট লডারহিলে প্রথম গোল পেতে মায়ামিকে অপেক্ষা করতে হয় ৫৭ মিনিট পর্যন্ত। সতীর্থ টেলাসকো সেগোভিয়াকে দিয়ে গোল করান মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের পাসে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে গোল করেন ভেনেজুয়েলার মিডফিল্ডার।
৮০ মিনিটে অ্যাটলাসকে সমতায় ফেরান হোস লেজেনো। এরপর জয়সূচক গোল পেতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। অবশেষে ৯৬ মিনিটে সেই কাঙ্ক্ষিত গোলটি পায় এমএলএসের ক্লাবটি। ভাইগান্টকে জাদুকরী পাস দেন মেসি। যে কারণে ভেনেজুয়েলা তারকার গোল করতে খুব বেশি সমস্যা হয়নি।