ক্রীড়া প্রতিবেদক
দেশের ৬৪ জেলা থেকে প্রাথমিকভাবে বাছাই করা প্রতিভাবান সাঁতারুদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি, এডমিরাল এম নাজমুল হাসান। আজ ১২ আগস্ট, ২০২৫ তারিখে মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই পরিদর্শনকালে তিনি সাঁতারুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে প্রশিক্ষণের মানোন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশনা দেন।
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক এই বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সাঁতারুদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রথম ধাপে দেশের ১৫টি ভেন্যু থেকে ৬৩০ জন সাঁতারুকে বাছাই করা হয়েছিল। গত ১৫ জুলাই থেকে এই সাঁতারুদের নিয়ে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। এই প্রশিক্ষণকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ১১০ জন করে সাঁতারু অনুশীলন করছে।
পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান বলেন, “এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আমরা এমন বিশ্বমানের সাঁতারু তৈরির পথ প্রশস্ত করছি, যারা দেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরবে এবং সারাবিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।” তিনি আরও আশা প্রকাশ করেন, এই সাঁতারুরা ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য সম্মান বয়ে আনবে।
নৌবাহিনী প্রধান আরও বলেন, এই উদ্যোগ শুধু প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দিচ্ছে না, বরং দেশের ক্রীড়াঙ্গনের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। প্রত্যন্ত অঞ্চল থেকেও মেধাবী তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি মনে করেন।
নৌবাহিনী প্রধানের মতে, এই ধরনের কর্মসূচি দেশের ক্রীড়া প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে, সাঁতারের প্রতি তরুণদের আগ্রহ বাড়াবে এবং সামগ্রিকভাবে দেশের ক্রীড়া মানকে সমৃদ্ধ করবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে বাংলাদেশের সাঁতার দলের নাম উজ্জ্বল হয়ে উঠবে।
পরিদর্শনকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস, কোষাধ্যক্ষ মেজর মোঃ আতিকুর রহমান (অব.) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের সাঁতার অঙ্গনে নতুন এক দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।