তারুণ্যের উৎসবে জাতীয় কাবাডি: তিস্তা জোনে দ্বিতীয় দিনে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর ও গাইবান্ধার জয়

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের তিস্তা জোন পর্বের দ্বিতীয় দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর ও গাইবান্ধা। অন্যদিকে, নারী বিভাগের খেলায় জিতেছে ঠাকুরগাঁও ও নীলফামারী।

রংপুর স্টেডিয়ামের ইনডোর মাঠে গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা, যেখানে পুরুষ বিভাগে আটটি এবং নারী বিভাগে সাতটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে।

আজকের দিনের প্রথম ম্যাচে লালমনিরহাট ও নীলফামারীর মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথমার্ধে ৪ পয়েন্টে এগিয়ে ছিল নীলফামারী। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪৪-৪২ পয়েন্টে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় লালমনিরহাট। অন্য ম্যাচে কুড়িগ্রাম ৪৯-৪০ পয়েন্টে হারায় ঠাকুরগাঁওকে।

দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয়টি এসেছে দিনাজপুরের পক্ষে। তারা ৬৪-২৬ পয়েন্টে পঞ্চগড়কে পরাজিত করে। ঠাকুরগাঁও আজ দ্বিতীয়বারের মতো হারলেও গাইবান্ধার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল। শেষ পর্যন্ত ৪৯-৪৬ পয়েন্টে কঠিন এই ম্যাচে জয় নিশ্চিত করে গাইবান্ধা।

নারী বিভাগের খেলায় দাপট দেখিয়েছে ঠাকুরগাঁও। তারা ৬০-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায় গাইবান্ধাকে। অন্য ম্যাচে নীলফামারী ৪১-২০ পয়েন্টে পঞ্চগড়কে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করে। আগামীকাল পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.