ক্রীড়া প্রতিবেদক
চলতি বছরের শেষদিকে সৌদি আরবের রিয়াদে শুরু হচ্ছে ফিফা ই-ফুটবল বিশ্বকাপ। রবিবার বাফুফের কনফারেন্স রুমে ‘বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ-২০২৫’ শিরোনামে একটি সংবাদ সম্মেলন করে ফেডারেশন। সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে সেখানে জানানো হয়, ই-ওয়ার্ল্ড কাপের তিনটি গেমে অংশ নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। গেমগুলো হলো: ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগ।
‘ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ’ বিজয়ী খেলোয়াড় অথবা দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এশিয়া-ইস্ট এবং ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ারস–এ। যেখানে সমগ্র রিজিওন থেকে ই-ফুটবল কনসোলে ৩টি দল এবং ই-ফুটবল মোবাইলে ৪ জন খেলোয়াড় রিয়াদে অনুষ্ঠিত ফিফা ই-ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে।
বাংলাদেশের জাতীয় সিলেকশন ইভেন্ট অর্থাৎ বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ-২০২৫ এর ই-ফুটবল কনসোল সেগমেন্টের রেজিস্ট্রেশন চলবে ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত। ই-ফুটবল মোবাইল ফাইনাল রাউন্ডগুলো অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। রকেট লিগ সেগমেন্টের রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। প্রতিটি গেমের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল রাউন্ড খেলা হবে অফলাইনে, তথা ল্যান-এ। ভেন্যু বিষয়ক সকল তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।