ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবল শুরুটা সুখকর হলো না বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। মঙ্গলবার নিজেদের মাঠে কিংস ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। লিড নিয়েও জিততে পারেনি চারদিন আগে চ্যালেঞ্জ কাপের ট্রফি ঘরে তোলা দলটি।
প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচে ৪৭ মিনিটে লিড নেয় কিংস। ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোল করলে স্বস্তি ফেরে চ্যাম্পিয়নদের ডাগআউটে। তবে ফর্টিস ম্যাচ ছাড়ে কিংসের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে।
যদিও ফর্টিস গোলটি পেয়েছে ভাগ্যগুনে। ৮৫ মিনিটে আত্মঘাতি গোল খেয়ে বসে কিংস। ফর্টিসের সাগর গোলমুখে ক্রস নিলে কিংসের রক্ষণের ভুল বোঝাবুঝিতে তারিক কাজি করেন আত্মঘাতি গোল।
কুমিল্লায় অন্য ম্যাচে হ্যাটট্রিক করে মোহামেডানকে জেতালেন বোয়েটেং। ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়ে ফেডারেশন কাপে শুভ সূচনা করলো সাদাকালোরা। নতুন ক্লাবে বোয়েটেং গোলের খাতা খুললেন হ্যাটট্রিক দিয়ে। কঠিন গ্রুপে পড়া মোহামেডানের প্রথম ম্যাচের দুর্দান্ত জয় শুরুতেই দলটিকে এগিয়ে রাখলো টেবিলে।