ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪১ রানে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ভারত আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও শুভমান গিলের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানে থামে বাংলাদেশ।
আর এই জয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত। যেখানে অপেক্ষা বাড়ল বাংলাদেশের। কারণ, ফাইনালে যেতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে লিটন দাসের টিমকে। যদি জয় আসে তাহলেই কেবল ভারতের বিপক্ষে ফাইনালেও দেখা হবে তাদের। আজ সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচের জয় পাওয়া দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।
বাংলাদেশ একাদশে চার পরিবর্তন আনে। শুরুতে উইকেটের পেছনে ক্যাচ ফেলে ইনজুরিতে পড়া লিটন দাসের জায়গায় অধিনায়ক হওয়া জাকের আলী মোমেন্টাম হারান। সুযোগ নিয়ে ভারত ৬.২ ওভারে ৭৭ রানের ওপেনিং জুটি গড়ে। শুভমন গিল ফেরার আগে ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ করেন।
রিশাদের পরের ওবারে শিভাম দুবে ২ রানে আউট হন। এরপর জীবন পেয়ে ঝড় তোলা ওপেনার অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পরেই সূর্যকুমার যাদবকে (৫) ফিরিয়ে মুস্তাফিজ ভারতের রানের লাগাম ধরেন। ১২৯ রানে ৫ উইকেট হারানোর পর হার্ডিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। বাংলাদেশের কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পেরেছেন। তার মধ্যে উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান ৫১ বলে ৩টি চার ও ৫ ছক্কায় করেন ৬৯ রান। আর ওয়ান ডাউনে নামা পারভেজ হোসেন ইমন ২ চার ও ১ ছক্কায় করেন ২১ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।