সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কার বিপক্ষে জিতল ভারত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের আনুষ্ঠানিকতার ম্যাচে জন্ম নিল অবিশ্বাস্য এক থ্রিলার। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের ছুড়ে দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ টাই করে শ্রীলঙ্কা। তবে সুপার ওভারে গিয়ে আর পেরে ওঠেনি তারা। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২ রান তোলে লঙ্কানরা। জবাবে প্রথম বলেই তিন রান নিয়ে জয় নিশ্চিত করে সূর্যকুমার।

পুরো ম্যাচে যেভাবে লড়লো শ্রীলঙ্কা, সুপার ওভারে এসে তার উল্টোটা শো করলো। কুশল পেরেরা এবং দাসুন শানাকাকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম বলেই আউট হয়ে গেলেন পেরেরা। শানাকা ব্যাটে বলেই ঠিক মত লাগাতে পারেননি। একবার রানআউটও হয়েছিলেন।

তবে, আম্পায়ারকে বলে, রিভিউ নিয়ে সেই বলডি ডেড ঘোষণা করান। কিন্তু বাঁচতে পারনেনি। যেই না ব্যাটে-বলে করলেন, অমনি ক্যাচ আউট হলেন। সুপার ওভারে শ্রীলঙ্কা তুললো মাত্র ২ উইকেট হারিয়ে ২ রান।

সূর্যকুমার যাদব আর শুভমান গিল জবাব দিতে নামলেন। বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথম বলেই ৩ রান নিয়ে নিলেন সূর্যকুমার যাদব। ফলে সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো ভারত। ম্লান হয়ে গেলো পাথুম নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিটি।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। ভারতের ইনিংসের গতি ঠিক করে দিয়ে গিয়েছিলেন ইনফর্ম অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্টের মতো এবারও বিধ্বংসী শুরু করেন বা হাতি এই ওপেনার। ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান। সঞ্জু স্যামসন খেলেন ২৩ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস। অপরাজিত তিলক ভার্মা ৩৪ বলে ৪৯ রান যোগ করেন।

শেষ দিকে অক্ষর প্যাটেলের ২১ রানে ভর করে ২০২ রান তোলে ভারত। লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন মাহিশ থিকসানা, দুশমন্থ চামিরা, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা ও চারিথ আসালাঙ্কা।

জবাবে শ্রীলঙ্কার ইনিংস ভর করে ছিল পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির ওপর। ৫৮ বলে ১০৭ রানের ইনিংসে লঙ্কানদের জয়ের খুব কাছাকাছি নিয়ে যান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন কুশল পেরেরা (৫৮)। শেষ বলে ৩ রানের প্রয়োজন হলে দুই রানেই থেমে যায় লঙ্কানরা। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.