ক্রীড়া প্রতিবেদক
টানা দ্বিতীয় ম্যাচে হার দেখলো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। শনিবার তারা প্রিমিয়ার লিগে ২-১ গোলো হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। এবার চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুলের র্যামস পার্কে লিভারপুলকে ১-০ গোলে হারালো গালাতাসারায়।
১৬ মিনিটে এগিয়ে যায় গালাতাসারায়। ডোমিনিক সোবোস্লাইয়ের ফাউলে বারিশ আলপার ইয়িলমাজকে থামানোয় ফরাসি রেফারি ক্লেমোঁ তুরপিন পেনাল্টির নির্দেশ দেন। সেখান থেকে গোল করেন ভিক্টর ওসিমেন। এর ঠিক ১৭ সেকেন্ড আগেই দাভিনসন সানচেজ গোললাইন থেকে ক্লিয়ার করেছিলেন কডি গাকপোর শট।
এদিকে কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির মাঠে দাপট দেখালো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে স্প্যানিশ জায়ান্টরা জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।
লস ব্লাঙ্কোসদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপে হ্যাটট্রিক উপহার দেন। ২৫ মিনিটে পেনাল্টি এবং ৫৪ ও ৭৪ মিনিটে আরও দুটি গোল করেন ফরাসি তারকা। ম্যাচের শেষ দিকে আরও দুটি গোল আসে। কামাভিঙ্গা ৮৩ মিনিটে এবং দিয়াজ যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) স্কোরশিটে নাম তোলেন।