ক্রীড়া প্রতিবেদক
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩১ মিনিটে দলের একমাত্র গোল করেন জিওভানি লো সেলসো। লিওনেল মেসি খেলবেন না- এটা ছিল জানা কথা। ওয়ার্কলোড মেনেজমেন্ট কিংবা ইনজুরি থেকে সতর্ক থাকা- যাই হোক, মেসিকে এই প্রীতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টাইনরা।
বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় এক মাস (৫ সেপ্টেম্বর) আগে ভেনেজুয়েলার সঙ্গে দেখা হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। যেখানে লিওনেল মেসির জোড়া গোলে আলবিলেস্তেরা ৩-০ ব্যবধানে জয় পায়। একই দাপট আজও দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। তবে একের পর এক আক্রমণের পসরা সাজিয়েও তাদের হতাশ হতে হয়েছে সুযোগ মিস ও ভেনেজুয়েলা গোলরক্ষকের দারুণ দৃঢ়তায়।
ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে গোলের সুযোগ তৈরি করছিল আর্জেন্টিনা। ৬ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ প্রথম দফায় হাতছাড়া করেন লাউতারো মার্তিনেস, অভিজ্ঞ ফরোয়ার্ড ১৩ মিনিটে আবার হতাশ করেন দলকে। ১৭ মিনিটে নিকো পাসের চেষ্টা প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক।
৩১ মিনিটে আসে কাঙ্খিত মুহুর্ত। মার্তিনেসের পাস বক্সের ভেতর ফাঁকায় পেয়ে নিখুঁত শটে জালে জড়ান স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসে খেলা মিডফিল্ডার। ম্যাচের বাকিটা সময় সুযোগ এলেও সেভাবে ধারালো ছিলো না। ম্যাচে ফেরার পরিস্থিতি এসেছিল ভেনেজুয়েলার সামনেও, তারাও পারেনি। ফলে এই ব্যবধানেই শেষ হয় ৯০ মিনিট। আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।