ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চলে জয় পেয়েছে পর্তুগাল, স্পেন, ইতালি ও নরওয়ে। পর্তুগাল ১-০ গোলে আয়ারল্যান্ডকে, স্পেন ২-০ গোলে জর্জিয়াকে, ইতালি ৩-১ গোলে এস্তোনিয়াকে এবং নরওয়ে ৫-১ গোলে ইসরায়েলকে হারিয়েছে।
পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে মনে হচ্ছিল জয়ছাড়াই মাঠ ছাড়বে পর্তুগাল। কিন্তু ইনজুরি সময়ে রুবেন নেভেসের হেডে করা দুর্দান্ত এক গোলে রক্ষা পেল পর্তুগাল। বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে পর্তুগিজরা।
ইউরো চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে। এলচের এস্টাডিও মার্তিনেজ ভ্যালেরোয় জর্জিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান আরও মজবুত করল। ইয়ারেমি পিনো ও ওইয়ারজাবালের গোলেই জয় নিশ্চিত হয় স্পেনের।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ হেরেই বিপদে পড়েছে ইতালি। না হয় এখন বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কার কিছু থাকতো না। কিন্তু টানা চারটি ম্যাচ জিতেও নরওয়ের চেয়ে অনেক পিছিয়ে ইতালি। সর্বশেষ গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইতালিয়ানরা এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও টিকিয়ে রেখেছে।
এই জয়ের ফলে ‘আই’ গ্রুপে ইতালির পয়েন্ট ৫ ম্যাচ শেষে ১২। ইসরায়েলের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে আজ্জুরিরা এবং এক ম্যাচ কম খেলেও নরওয়ের পেছনে অবস্থান বজায় রাখল।
ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক এবং রেকর্ড গড়ার দিনে ইসরায়েলকে ৫-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে গুরুত্বপূর্ণ ধাপ পার করল নরওয়ে। এটি ছিল ১৯৯৮ সালের পর নরওয়ের প্রথম বিশ্বকাপ খেলার লক্ষ্য পূরণের পথে অন্যতম বড় জয়।