ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা মতো ব্যাটিং করেছিল বাংলাদেশ। শুরুতে দুই ওপেনার ভিত্তি গড়ে দেন। মিডল অর্ডার রান নেয়। শেষ টানেন স্বর্ণা আক্তার। বাংলাদেশ নারী দল ৬ উইকেটে ২৩২ রানের ভালো সংগ্রহ পায়। জবাবে নামা দক্ষিণ আফ্রিকার ৭৮ রানে ৫ উইকেট তুলেও নিয়েছিল জ্যোতির দল। কিন্তু প্রোটিয়া নারীদের লোয়ার অর্ডারের ধাক্কা সামলানো পারল না মেয়েরা। ৩ বল থাকতে হেরে গেল ৩ উইকেটে।
বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করে বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত ফিফটি করেন স্বর্ণা। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে ইংল্যান্ডকে নাগালে পেয়েছিল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ। আউট না দেওয়া ও স্লগে ভালো বোলিং করতে না পারায় হেরেছিল বাংলাদেশ।