ক্রীড়া প্রতিবেদক
সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। তাই এখন আর তাদের ওপর সেই যোগ্যতা অর্জনের চাপ নেই। বরং লক্ষ্য এখন গতি ধরে রাখা ও ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা। তিন ম্যাচ ধরে ছন্দহীন থাকার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হরমনপ্রীত কৌরের দল।
এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাঠে মোকাবেলা করতে হবে টানা পাঁচ ম্যাচ হেরে তলানিতে থাকা বাংলাদেশের। নাভি মুম্বাইয়ে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
অন্যদিকে, বাংলাদেশের জন্য এটি এক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। টুর্নামেন্টের শক্তিশালী দলগুলোর বিপক্ষে অন্তত তিনটি ম্যাচে তারা লড়াই করেছে দারুণভাবে। শৃঙ্খলাবদ্ধ বোলিংই ছিল তাদের মূল শক্তি, যা দিয়ে তারা প্রতিপক্ষকে চাপে রেখেছে। ব্যাট হাতে ঝলক দেখালেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি।

