ক্রীড়া প্রতিবেদক
সপ্তম স্থানে থেকে নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। মুম্বাইয়ের বৃষ্টি শেষ পর্যন্ত ম্যাচটা শেষই হতে দিল না। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির দাপটে। রোববার ২৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১১৯ রান তোলে নয় উইকেটে। জবাবে ভারত ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান করার পর আবারও বৃষ্টি খেলা থামিয়ে দেয়। পরে আর তা শুরু করা সম্ভব হয়নি। এটি ছিল বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচ।
প্রথমে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় ম্যাচটি ৪৩ ওভারে নামানো হয়। কিন্তু টস হেরে বাংলাদেশ ইনিংসের ১২.২ ওভার চলার পর ফের বৃষ্টি নেমে আসে, ফলে তা আরও কমিয়ে আনা হয়, দাঁড়ায় ২৭ ওভারের ম্যাচে।
বাংলাদেশ ইনিংস শুরু থেকেই ছিল চাপে। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন। শারমিন আক্তার করেন সর্বোচ্চ ৩৬ রান। সোবহানা মোস্তারি ২১ বলে ২৬ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দেন; কিন্তু দলের ইনিংস শেষ পর্যন্ত বড় স্কোরে গড়ায়নি। শেষ ৭ ওভারে দল হারায় ৬ উইকেট— ৯১/৩ থেকে ১১৭/৯, শেষ পর্যন্ত ১১৯ রানে গিয়ে থামে ইনিংস।

