প্রথম এল ক্লাসিকোয় বার্সাকে হারাল রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছে রিয়াল। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় নগরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে প্রতিশোধও নেওয়া হলো লস ব্ল্যাংকোসদের। সর্বশেষ মৌসুমে ৪ দেখাতেই হেরেছিল রিয়াল।

ব্যবধানটা আরো বাড়তে পারত। বার্সার গোলবারের নিচে যদি ৯টা সেভ না দিতেন গোলরক্ষক ভয়চেক সেজনি। এর মধ্যে বেশ কটি নিশ্চিত গোল পেতে পারত রিয়াল।

ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে ভিএআরে রেফারির সিদ্ধান্ত পরিবর্তন হয়। ১২তম মিনিটে আরেকবার হতাশ হতে হয় লস ব্ল্যাংকোসদের। বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ভলির গোলটাও যে অফসাইডে বাতিল হয়ে যায়।

২২তম মিনিটে ঠিকই মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় গোল আদায় করে নিলেন এমবাপ্পে। জুড বেলিংহামের দারুণ এক পাস বক্সের মধ্যে পেয়ে বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সেজনিকে পরাস্ত করেন।

৩৭ মিনিটে ঠিকই বার্সা সমতায় ফেরে। মার্কাস রাশফোর্ডের পাসে কাতালানদের সমতায় ফেরান ফেরমিন লোপেজ। ৪৩ মিনিটে অবশ্য বার্সাকে আর বাঁচাতে পারলেন না তিনি। তার আসলে কোনো সুযোগই ছিল না। গোলবারের কাছে অরক্ষিত থাকা বেলিংহাম যে শুধু ট্যাপ করে বলকে জালে জড়ানোর অপেক্ষায় ছিলেন। ইংলিশ মিডফিল্ডারের গোলের পরপরেই আরেকটি গোল করেছিলেন এমবাপ্পে। তবে সেই গোলটিও অফসাইডে বাতিল হলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.