বিশ্বরেকর্ড গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

মোঃ শফিকুল আলম, ভারত থেকে

নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিক ভারত।

বোর্ডে ৩৩৮ রান। অনেকেই ভেবেছিলেন, ইনিংসের অর্ধেকটা যেতেই ম্যাচের ফল ঠিক হয়ে গেছে। কিন্তু ভারত যা করলো, তা রীতিমত অবিশ্বাস্য। নাবি মুম্বাইয়ে ৩৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়েই তারা পেরিয়ে গেলো ৯ বল হাতে রেখে! শুধু বিশ্বকাপ ইতিহাসে নয়, নারী ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়ার বিশ্বরেকর্ড গড়েই ফাইনালে নাম লেখালো হারমানপ্রিত কাউরের দল।

মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওই ধাক্কা লিচফিল্ড ও পেরি দলের স্কোরবোর্ডে লাগতে দেননি। নির্ভার ব্যাটিংয়ে দু’জন ১৫৫ রান যোগ করেন। ২৮তম ওভারে লিচফিল্ড ফিরে যাওয়ার আগে ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও তিন ছক্কা আসে।

বেথ মোনি (২৪) উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। পরেই ফিরে যান আন্নাবেল সাদারল্যান্ড (৩)। তবে তিনে নামা পেরির ৮৮ বলে ৭৭ রানে ভর করে বড় রানের পথে উঠে যায় অস্ট্রেলিয়া নারী দল। তিনি ছয়টি চার ও দুটি ছক্কা মারেন। দলের রান বড় করে নেন গার্ডনার। তিনি ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। চারটি করে চার ও ছক্কা তোলেন। রান আউটে সাজঘরে ফেরেন তিনি। তিন রান আউটে এক বল থাকতে অলআউট হয় অজি নারীরা।

জবাবে দ্বিতীয় ওভারে ওপেনার শেফালি ভার্মাকে হারায় ভারত। তিনি ১০ রান করে ফিরে যান। ভরসা দিতে পারেননি ফর্মে থাকা দলের সেরা ব্যাটার স্মৃতি মান্দানা। দলের ৫৯ রানে ২৪ বলে ২৪ করে আউট হন তিনি। ওই ধাক্কা তিনে নামা জেমিমা রদ্রিগুয়েজ ও চারে নামা অধিনায়ক হারমানপ্রিত কর সামলে নেন। তারা ১৬৭ রানের জুটি গড়েন। অধিনায়ক কর ৮৮ বলে ১০টি চার ও দুই ছক্কায় ৮৯ রান করে ফিরে যান।

পরে ছোট ছোট দুই ইনিংস খেলে পেরেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। তারা যথাক্রমে ১৭ বলে ২৪ ও ১৬ বলে ২৬ রান করেন। তাদের ইনিংসজুড়ে ছিলেন রদ্রিগুয়েজ। তিনি ১৩৪ বলে ১২৭ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ জেতান। দারুণ ওই ইনিংস মাত্র ১২টি চারের শটে সাজান তিনি। ৮ বলে ১৫ রান করে ভালো ভূমিকা রেখেছেন আমানজোত কর।

ভারতের এই জয়ে ভেঙেছে অজি নারীদের ২০২২-২৫ সাল পর্যন্ত টানা ১৫ জয়ের ধারা। প্রথমবার মেয়েদের ওয়ানডে সর্বাধিক (৭৮১) রানের ম্যাচ দেখেছে। ছ’বার বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে দু’বার হেরেছে অজি মেয়েরা। দু’বারই ভারতের কাছে। মেয়েদের ওয়ানডেতে সর্বাধিক রান তাড়ার রেকর্ডও হয়েছে। ভারত শিরোপা লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.