ক্রীড়া প্রতিবেদক
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। আর বাকী সবার রান এক অংকেই আটকে ছিলো। টপ-অর্ডারের শীর্ষ পাঁচ ব্যাটার মিলে ১৯ রান করেন। সাদমান ইসলাম ৭, অভিষিক্ত মোহাম্মদ নাইম ০, নাজমুল হোসেন শান্ত ৪, অধিনায়ক মোমিনুল হক ০ ও লিটন দাস ৮ রান করেন।
২০০১ সালেও, ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের টপ-অর্ডারের পাঁচ ব্যাটার একত্রে ১৯ রান করেছিলেন। জাভেদ ওমর ৩, আল শাহরিয়ার ৪, হাবিবুল বাশার ০, আমিনুল ইসলাম ১২ ও মোহাম্মদ আশরাফুল শুন্য রানে ফিরেন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোন ম্যাচে টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারের ১৯ রানই এখন পর্যন্ত সর্বনিম্ন। ২০০১ সালের সেই লজ্জার স্মৃতি আজ ক্রাইস্টচার্চে মনে করিয়ে দিলেন মোমিনুল-লিটনরা। এর আগে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। ২৫২ রান করেন অধিনায়ক টম লাথাম। ১০৯ রানে আউট হন ডেভন কনওয়ে। বাংলাদেশ এখন পিছিয়ে আছে ৩৯৫ রানে। টেস্টের তৃতীয় দিন নিউজিল্যান্ড বাংলাদেশকে ফলোঅন করাবে না নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে সেটাই এখন দেখার বিষয়।