পাবনায় বিভিন্ন ক্রীড়া স্থাপনার উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

পাবনার সার্কিট হাউস সংলগ্ন  শহীদ এ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়ামে নির্মাণাধীন বিভিন্ন ক্রীড়া স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ক্রীড়া স্থাপনাগুলো হচ্ছে পাবনা শহীদ এ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন, পাবনা জেলা সুইমিংপুলের আধুনিকায়ন প্রকল্প, পাবনা জেলা ইনডোর ক্রিকেট নেট প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণ ও পাবনা জেলা টেনিস কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পাবনা দেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এটি শিল্প সাহিত্য ও ক্রীড়ায় সমৃদ্ধ একটি সাংস্কৃতিক  জনপদ। এখানে অনেক গুনী খেলোয়াড় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক রয়েছে। আমরা পাবনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। আমি বিশ্বাস করি আজকের এ সকল ক্রীড়া স্থাপনা নির্মানের  মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিতে যাচ্ছে’।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ সকল ক্রীড়া স্থাপনা নির্মাণ শেষ হলে এ জেলা থেকে আরো ভালো মানের খেলোয়াড় উঠে আসবে। এটি অত্র এলাকার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের শুভ সূচনা করবে। মানুষের সার্বিক জীবন যাত্রার মান বৃদ্ধি করবে’।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোশারফ হোসেন মোল্লা,  এনএসসির পরিচালক (যুগ্ম সচিব),   শাহ আলম সরদার  ও পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.