অবশেষে জয়ে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

১ বলে প্রয়োজন ছিল ৩ রান, চার হাঁকিয়ে সেই সমীকরণ মেলান জেসন হোল্ডার। অবশেষে হারের বৃত্ত থেকে বের হতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজদের জয় নিশ্চিত হয় একেবারে শেষ বলে। লো স্কোরিং ম্যাচে পাকিস্তানের পুঁজি ছিল মাত্র ১৩৩ রানের। যা উইন্ডিজরা ২ উইকেট হাতে রেখে পেরিয়েছে।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান করে পাকিস্তান। হাসান নওয়াজ ২৩ বলে ৪০, অধিনায়ক সালমান আলি আগা ৩৩ বলে ৩৮, ফখর জামান ১৯ বলে ২০ রান করেন।

লক্ষ্য তাড়ায় উইন্ডিজের হয়ে ২০ বলে ২৮ রান করেন গুদাকেশ মতি, অধিনায়ক শাই হোপ ৩০ বলে ২১, রস্টন চেজ ও হোল্ডার ১৬ রান করে নেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.