ক্রীড়া প্রতিবেদক
অ্যাজাক্সেকে উড়িয়ে প্রিমিয়ার ডিভিশন হকির শিরোপা স্বপ্ন ধরে রাখলো মেরিনার ইয়াংস ক্লাব। ৯-২ গোলে বড় ব্যবধানে জয় পেয়েছে মেরিনার। হ্যাটট্রিক সহ চার গোল করেছেন সোহানুর রহমান সবুজ। ভারতের সুদিপও হ্যাটট্রিক করেন।
প্রতিপক্ষ শক্তিতে পিছিয়ে থাকলেও শিরোপা রেসে থাকতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না মেরিনার ইয়াংসয়ের। মোহামেডান, আবাহনী ও মেরিনার তিন দলের সামনেই শিরোপা জয়ের সুযোগ। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। সমান ৩৪ পয়েন্ট মেরিনার ও আবাহনীর। আগামী শুক্রবার লীগের শেষ দিন নির্ধারণ হবে কার ঘরে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকির শিরোপা। শুক্রবার বিকেল চারটায় প্রথম ম্যাচে মেরিনার মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশের। এরপর সন্ধ্যা ছয়টায় লীগের শেষ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে প্রথমে হ্যাটট্রিক করেন ভারতের সুদীপ চিরমাকোর। ম্যাচের প্রথম মিনিট, নয় মিনিট ও ২৩ মিনিটে গোল করেন সুদীপ। ৩৪, ৪৫, ৫৬ ও ৫৯ মিনিটে গোল করেন সবুজ। এছাড়া মাঈনুল ইসলাম কৌশিক ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। অ্যাজাক্সের হয়ে দুই গোল শোধ করেন ইমতিয়াজ আহমেদ রুবেল এবং ভারতের প্রমোত দেওয়ান।