আর্টিসান ষষ্ঠ জাতীয় পুরুষ ও তৃতীয় জাতীয় নারী সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ শুরু

ক্রীড়া প্রতিবেদক

পল্টন ময়দানে শুরু হলো আর্টিসান ষষ্ঠ জাতীয় পুরুষ ও তৃতীয় জাতীয় নারী সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। শুক্রবার সকালে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলাম সেপাক টাকরোর অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘সেপাক টাকরো বাংলাদেশে জনপ্রিয় না হলেও যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো একটা অবস্থায় পৌঁছাতে পারবে। এই খেলায় সাফল্য আসবে বলে আমি আশা করছি। নিয়মিত বিরতিতে এই টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’ তিনি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের পক্ষে জোর দেন এবং ভালো করলে সরকারের সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন। একই সাথে, স্পন্সর প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান, কারণ সরকারের একার পক্ষে সব কিছু এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২০টি এবং নারী বিভাগে ১০টি জেলা অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপে এবং নারী বিভাগে পাঁচটি করে দল নিয়ে দুইটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

আজ গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ পর্বের খেলা শেষে আগামীকাল (শনিবার) পুরুষ ও নারী উভয় বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামীকাল মিক্সড কোয়াডের খেলাও অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যান্ড বিজনেস ইউনিট হেড জাহিন সাজিদুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, সিডি অপারেশনস এন্ড এক্সেলেন্স মোঃ তাফিজুল ইসলাম পিয়াল এবং আর্টিসান আউট ফিটার্স লিমিটেডের চেয়ারম্যান অনিতা গমেজ। আরও উপস্থিত ছিলেন সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলী আহম্মেদ রাসেল ও সাধারণ সম্পাদক ফারুক ঢালী।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.