উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের পর ‘বি’ গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোর খেলা নিশ্চিত করেছে  চ্যাম্পিয়ন শ্রীলংকা। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে চোখ ধাঁধানো  ব্যাটিং সত্ত্বেও শ্রীলংকার কাছে মাত্র  ২ রানে হেরে গেছে  আফগানিস্তান। ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোর নিশ্চিত করেছে  শ্রীলংকা। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিলো বাংলাদেশ। ২ ম্যাচের ২টিতে হেরে গ্রুপ পর্ব থেকে এবার এশিয়া কাপ শেষ করলো আফগানিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। ১১তম ওভারে করুনারত্নকে ৩২ রানে বিদায় দিয়ে আফগানিস্তানকে প্রথম উইকেট উপহার দেন পেসার গুলবাদিন নাইব। কিছুক্ষণবাদে আবারও শ্রীলংকা ব্যাটিং লাইন আপে জোড়া আঘাত হানেন নাইব। নিশাঙ্কাকে ৪১ ও সাদিরা সামারাবিক্রমাকে ৩ রানে শিকার করেন তিনি। এতে  ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। এরপর আসালঙ্কাকে ৩৬ রানে শিকার করেন স্পিনার রশিদ খান। ৪০তম ওভারে রান আউটের ফাঁদে পড়ে নাভার্স নাইন্টিতে বিদায় নেন কুশল। ৮৪ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৯২ রান করেন তিন নম্বরে নামা কুশল। শেষ পর্যন্ত  ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান করে লংকানরা।

সুপার ফোর খেলতে হলে শ্রীলংকার ছুঁড়ে দেয়া ২৯২ রানের টার্গেট ৩৭ দশমিক ১ ওভারে স্পর্শ করতে হতো আফগানিস্তানকে। কিন্তু ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। রহমানউল্লাহ গুরবাজ ৪ ও ইব্রাহিম জাদরান ৭ রানে পেসার কাসুন রাজিথার শিকার হন। পিঞ্চ হিটার হিসেবে তিন নম্বরে নেমে ৪টি চারে ১৬ বলে ২২ রান করেন নাইব। ৪০ বলে ৪৫ রান করা রহমতকে ফিরিয়ে শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন রাজিথা।

১৯তম ওভারে দলীয় ১২১ রানে রহমতের বিদায়ে উইকেটে এসেই বিধ্বংসী রুপ দেখান মোহাম্মদ নবি। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৪ বলে ওয়ানডেতে ১৬তম হাফ-সেঞ্চুরি তুলে নেন নবি। একই সাথে যা  আফগানিস্তানের পক্ষে ওয়ানডেতে দ্রুততম হাফ-সেঞ্চুরি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬৫ রানে নবিকে শিকার করে শ্রীলংকাকে খেলায় ফেরার পথ দেখান স্পিনার মহেশ থিকশানা। ৩২ বল খেলে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন নবি।

নবি ফেরার পর ক্রিজে এসে ১৩ বলে ২২ রানের ইনিংস খেলেন করিম জানাত। ৩২তম ওভারে জানাতসহ শাহিদিকেও শিকার করে ম্যাচের লাগাম টেনে ধরেন স্পিনার ওয়েলালাগে।  জানাত-শাহিদির বিদায়ের পর ম্যাচ জিততে ৩২ বলে ৫৫ রান দরকার পড়ে আফগানিস্তানের।  ৩৬তম ওভারের চতুর্থ বলে ১৫ বলে ২৩ রান করা জাদরানকে থামিয়ে শ্রীলংকাকে লড়াইয়ে রাখেন রাজিথা। এরপর ১০ বলে ১৬ রান দরকার পড়ে আফগানিস্তানের।

ওয়েলালাগের করা ৩৭তম ওভারে ৩টি চারে ১২ রান নেন রশিদ। এমন অবস্থায় ম্যাচ জিততে শেষ  বলে ৩ রান দরকার পড়ে আফগানদের। ৩৭তম ওভারের প্রথম বলে মুজিবকে শিকার করে শ্রীলংকার সুপার ফোর নিশ্চিত করেন স্পিনার ধনাঞ্জয়া। একই  ওভারের চতুর্থ বলে আফগানিস্তানের শেষ ব্যাটারকে শিকার করে শ্রীলংকার জয়ও নিশ্চিত করেন ধনাঞ্জয়া। ৩৭ দশমিক ৪ ওভারে ২৮৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। রশিদের ১৬ বলে ২৭ রানের অনবদ্য ইনিংসটি বৃথা যায়। শ্রীলংকার রাজিথা ৪ উইকেট নেন। আগামী ৯ সেপ্টেম্বর সুপার ফোর পর্বে  নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.