ক্রীড়া প্রতিবেদক
পেনাল্টিতে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। লাস ভেগাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র ছিল। আগামী বুধবার নর্থ ক্যারোলিনায় সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া।
রোববার আরিজোনায় অনুষ্ঠিত দিনের আরেক কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ৫-০ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে টিকেট পেয়েছে। এনিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকলো কলম্বিয়া। মঙ্গলবার নিউ জার্সির আরেক সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কোপা আমেরিকায় প্রথমবারের মত খেলার সুযোগ পাওয়া সারপ্রাইজ প্যাকেজ কানাডার।
৭৪ মিনিটে সেন্ট্রাল মিডফিল্ডার নাহিতান নানডেজ সরাসরি লাল কার্ড পেলেও ১০ জনের দলে পরিনত হয় উরুগুয়ে। আজ সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করতে পারেনি ব্রাজিল।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য একটু আগে ভাগেই টুর্ণামেন্ট থেকে বিদায় ছিল দারুন হতাশার। এই হারের মাধ্যমে এটাই প্রমানিত হলো ডোরিভাল জুনিয়রের অধীনে অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর দলটির আরো অনেক কাজ বাকি রয়েছে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে এখন থেকে ব্রাজিলকে পরিকল্পনা শুরু করতে হবে। কোপা আমেরিকা থেকে বিদায় অন্তত এই শিক্ষা দিয়েছে সেলেসাওদের।