ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ব্যবস্থাপনায় তৃতীয় বারের মত আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমী।
পল্টনের আউটার স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে সানরাইজার্স ফুটবল একাডেমীকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভৈরব ফুটবল একাডেমী। ম্যাচ ১-১ গোলে সমতায় থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতা বিরাজ করলে খেলা সাডেন ডেথে গড়ালে গোল মিস করে সানরাইজার্স। আর ভৈরব গোল করে শিরোপা জয়ের উল্লাসে মাতে।
ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ভৈরবের গোলরক্ষক তারেক। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া ফুটবল একাডেমীর শাহরিয়ার। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে ফুটবল একাডেমী দিরাইকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে ছাগলনাইয়া ফুটবল একাডেমী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। আসরের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লাখ টাকা আর রানার্স আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়।