এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক

গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে পেসার তাসকিন আহমেদ। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে হচ্ছে তাকে। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন এই পেসার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন। স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তারা বলেছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন।

গেল বছরের অক্টোবরে গোড়ালিতে ব্যথা অনুভব করেন তাসকিন। তবে তৎক্ষণাৎ চিকিৎসা না করিয়ে সেই ব্যথা নিয়েই খেলেছেন তিনি। পরে সে চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথেই ইংল্যান্ডে উড়াল দিয়েছেন এই গতিতারকা। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওই মাসের প্রথম সপ্তাহেই পুনর্বাসনপ্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন ৩০ বছর বয়সি এই পেসার।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.