এমবাপের হ্যাটট্রিকে সিটির বিদায়। শেষ ষোলোয় রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

সান্তিয়াগো বার্নাব্যুতে জ্বলে উঠলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তিনি। এমবাপের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সে সঙ্গে দুই লেগে মিলে ৬-৩ ব্যবধানে সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করলো লজ ব্লাঙ্কোজরা।

শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হতে পারে বায়ার লেভারকুসেন কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের। যদিও নির্ভর করছে শুক্রবারের ড্র’এর ওপর। তবে, রেকর্ড ১৬তম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি এখন রিয়ালের সামনে। ম্যাচের প্রথমার্ধে তো রিয়াল মাদ্রিদের সামনে কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি ম্যানসিটি। কারণ, প্রথমার্ধে রিয়ালের গোলমুখে একটি শটও নিতে পারেনি তারা।

৪র্থ মিনিটে রিয়াল মাদ্রিদের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেন কিলিয়ান এমবাপে। ৩৩ মিনিটে আবারও গোল করলেন এমবাপে। ৬১তম মিনিটে আবারও গোল। এবার হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। বাম পায়ের দুর্দান্ত এক শট তিনি জড়িয়ে দেন সিটির জালে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৯০+২ মিনিটে একটি স্বান্তনাসূচক গোল করেন ম্যানসিটির নিকো গঞ্জালেজ। ম্যাচ শেষ হলো ৩-১ ব্যবধানে।

এদিকে নেদারল্যান্ডসের আইন্দোভেনে ফিলিপস স্টেডিওনে গিয়ে ৩-১ গোলে বিধ্বস্ত হতে হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। দুই লেগ মিলে ৪-৩ গোলে জুভেন্টাসকে হারিয়েছে পিএসভি। অন্য ম্যাচে স্পোর্টিং সিপির সঙ্গে গোলশূন্য ড্র করে বরুশিয়া। দুই লেগ মিলে ৩-০ গোলে স্পোর্টিং সিপিকে বিদায় করে শেষ ষোলোয় উঠেছে বরুশিয়া।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো ওঠার প্লে-অফের ফিরতি পর্বে ব্রেস্তকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পিএসজি। সে সঙ্গে দুই লেগ মিলে ১০-০ গোলের বড় ব্যবধানে ব্রেস্তকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিলো লুইস এনরিকের শিষ্যরা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.