এশিয়া কাপ ও বাংলাদেশ সফরে ভারতের অনাগ্রহ

ক্রীড়া প্রতিবেদক

ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা এবার বড় ধাক্কা দিয়েছে ক্রিকেটে। যুদ্ধাবস্থার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। এই পরিস্থিতিতে বাতিল হয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আগস্ট-সেপ্টেম্বরে এই দুই সিরিজের সময়টিকে আইপিএলের বাকি অংশ শেষ করতে ব্যবহার করতে চায় বিসিসিআই।

এফটিপির সূচি অনুযায়ী, আগস্টে বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপও। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা। কিন্তু যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। বিসিসিআই এই সিরিজগুলো নিয়ে অনাগ্রহী।

এদিকে, পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ। চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে তা নিয়ে চিন্তিত বিসিবি। শারজাহতে দুইটি প্রস্তুতি ম্যাচের কথাও ছিল, তবে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় সেই পরিকল্পনাও অনিশ্চিত। ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.