এশিয়ান কাপের প্রস্তুতিতে থাইল্যান্ড ভালো প্রতিপক্ষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আগামী মঙ্গলবার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ২৪ ও ২৭ অক্টোবর ম্যাচ দুটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। আগামী বছর ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। হাতে সময় বেশি নেই। প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের।

এই প্রস্তুতির অংশ হিসেবেই থাইল্যান্ডের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপে বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ দলের মধ্যে বুঝা পড়া বেশ ভালো বলেই জানিয়েছেন দলের অধিনায়ক আফিদা খন্দকার।

নারী ফুটবলে এশিয়ার অন্যতম শক্তিশালী দল থাইল্যান্ড। তাদের ফিফা র‍্যাংকিং ৫৩। সেখানে বাংলাদেশের র‍্যাংকিং ১০৪। নিয়মিত এশিয়ান কাপ খেলা থাইল্যান্ড এবার ভারতের বিপক্ষে হেরে খেলতে পারছে না। এশিয়া কাপ প্রস্তুতির জন্য বাংলাদেশের জন্য থাইল্যান্ড যোগ্য প্রতিপক্ষই।

থাইল্যান্ড মিশন নিয়ে বাংলাদেশ দলের বৃটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘এটা হবে আমাদের জন্য একটা দারুণ পরীক্ষা। এটা এমন একটা সুযোগ, যেখানে আমরা নিজেদের আরও উন্নত দলের বিপক্ষে যাচাই করতে পারবো। তারা মানসম্মত দল, ভালো খেলোয়াড় আছে তাদের।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.