ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৫ থেকে ২৫ মার্চ ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দলও। তারই প্রস্তুতিতে ব্যস্ত এখন বাংলাদেশের মেয়েরা। ভারত, বাংলাদেশ ও নেপালকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। প্রতিটি দল একে অন্যের সাথে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। প্রস্তুতি ম্যাচ খেলে এখন নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ দল। এই দলে তিনজন ছাড়া বাকি সবাই নতুন। তাই প্রস্তুতি ম্যাচ খেলে মূল ম্যাচের জন্য দলকে তৈরী করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সণ মাহফুজা আক্তার কিরণ।
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ছাড়াও নারী দলের আরও টুর্নামেন্ট নিয়ে পর্যালোচনার জন্য বাফুফে ভবনে আজ কমিটি ফর ওমেন্স ফুটবলের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সণ মাহফুজা আক্তার কিরণ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, নারী ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীসহ কমিটি ফর ওমেন্স ফুটবলের অন্য সদস্যরা।