কাল বাংলাদেশে আসছে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। কার হাতে উঠবে স্বপ্নের এই ট্রফি তার উত্তর মিলবে ১৮ ডিসেম্বর। ৩২টি দল মাঠে নামবে বিশ্বকাপের লড়াইয়ে। সোনালী এই ট্রফি এখন এক দেশ থেকে আরেক দেশ সফর করছে। বিশ্বকাপের এই ট্রফি ট্যুরের আয়োজক কোকা কোলা।

এবারের ট্রফি ট্যুরের শুরুটা হয়েছিল গত ১২ মে দুবাইয়ে। দুই বিশ্বকাপজয়ী ফুটবলার ইকার ক্যাসিয়াস ও কাকা বিশ্বকাপ ট্রফি ট্যুরের উদ্বোধন করেছিলেন। ৫১টি দেশ সফরে বেরিয়েছে ছয় কেজির উপরে ওজনের এই ট্রফি। আগামীকাল বাংলাদেশে আসছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ট্রফি গ্রহণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

এরপর বিকেল চারটায় বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে। আর সন্ধ্যা সাতটায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। পরদিন সকাল ১০টা হতে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য বিশ্বকাপের ট্রফি রাখা হবে হোটেল রেডিসন ব্লুতে। একই দিন বিকাল চারটা হতে রাত ১১টা পর্যন্ত বিশ্বকাপের ট্রফি থাকবে আর্মি স্টেডিয়ামে। সেখানে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেদিনই দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ট্রফিসহ প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করবে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.