কোনমতে রক্ষা পেয়েছে পিএসজি

ক্রীড়া প্রতিবেদক

আরো একটি লিগ শিরোপা নিশ্চিতের সুযোগ হাতে ধরে হারিয়েছে পিএসজি। শনিবার ঘরের মাঠে ধুকতে থাকা লে হাভরের সাথে ৩-৩ গোলের ড্রয়ের মাধ্যমে কোনমতে পরাজয়ের লজ্জা থেকে রেহাই পেয়েছে প্যারিসের জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে এটাই পিএসজির শেষ ম্যাচ ছিল।

গতকাল জিততে পারলেই ফরাসি লিগে রেকর্ড ১২ বারের মত চ্যাম্পিয়শীপ নিশ্চিত হয়ে যেত পিএসজির। গত ১২ মৌসুমে যা ১০ম। কিন্তু রেলিগেশন প্লে অফে থাকা লে হাভরে কাল মোটেই স্বস্তিতে থাকতে দেয়নি পিএসজিকে। যোগ হওয়া সময়ে গনসালো রামোসের গোলে কোনমতে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৬১ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে পরাজয়ের ক্ষন গুনছিল তারা। যদিও এই ড্র সত্বেও এই মুহূর্তে তাদেরকে ধরার কোন সাধ্য কার্যত কোন দলেরই নেই।

প্রথমার্ধে ব্র্যাডলি বারকোলার গোলে সমতায় ফিরে পিএসজি। ক্রিস্টোফার ওপেরির গোলে ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল লে হাভরে। ঘানা তারকা আন্দ্রে আইয়ু লে হাভরেকে আবারো ৩৮ মিনিটে এগিয়ে দেন। আব্দুলায়ে টুরে পেনাল্টি স্পট থেকে সফরকারীদে ৩-১ গোলের লিড উপহার দেন। পুরো মৌসুমে পিএসজি লিগে দ্বিতীয় পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু আচরাফ হাকিমি ৭৮ মিনিটে এক গোল পরিশোধ করার পর বদলী খেলোয়াড় রামোস দলের এক পয়েন্ট নিশ্চিত করেন। গত সেপ্টেম্বরের পর থেকে এনিয়ে লিগে ২৬ ম্যাচে অপরাজিত থাকলো পিএসজি।

সম্ভাব্য ট্রেবল জয়ের পথে থাকা লুইস এনরিকের দল এই মুহূর্তে মোনাকোর থেকে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। হাতে রয়েছে চার ম্যাচ। তবে মোনাকো যদি লিঁওর বিপক্ষে এ্যাওয়ে ম্যাচটিতে জিততে না পারে তবে পিএসজির আজই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

সব মিলিয়ে বর্তমানে গোল ব্যবধানে ২৯ গোল এগিয়ে থাকা পিএসজি যদি শেষ পর্যন্ত মোনাকোর সাথে সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারপরও গোল বিবেচনায় তাদের শীর্ষস্থান নিশ্চিত হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.