ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। ৬টি ভেন্যুতে ২৪টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যার একটি গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। প্রথমদিনই মাঠে নামছে দলটি। কেরানীগঞ্জের মাঠে গোপীবাগের প্রতিপক্ষ ওল্ড ঢাকা ক্রিকেটার্স। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ সামনে রেখে শক্তিশালী দল গড়েছে গোপীবাগ। আজ আসর সামনে রেখে জার্সি উন্মোচন হয় দলটির। যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মনসুর আল হক, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সপু, প্রধান কোচ সাইফুল আলম টুটুলসহ অন্যরা।
৩৫ বছরের পুরনো ক্লাব গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। যা এক সময় গোপীবাগ ফ্রেন্ডস ইউনিয়ন নামে পরিচিত ছিল। ঢাকা ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগের মতো ক্লাব ক্রিকেটে এক সময় দাপটের সঙ্গে খেলেছে ক্লাবটি। ১৯৮৬ সালে গোপীবাগের সন্তান এ কে এম সামসুল ইসলাম বাবুর হাত ধরে ক্লাবের যাত্রা শুরু। গেল বছর পৃথিবীর মায়া ছেড়ে পরবাসী হয়েছেন ক্রীড়াঙ্গনের সুপরিচিত সংগঠক সামসুল ইসলাম বাবু। তবে বাবু পৃথিবীর মায়া ছাড়লেও তার ক্লাবটির কার্যক্রম কিন্তু থেমে নেই। বাবুর সহোদর সাইফুল ইসলাম সপু ক্লাবটির হাল ধরেছেন। সঙ্গে রেখেছেন বাবুর বেশ কিছু অনুসারী বন্ধু-সংগঠকদেরও।
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এবার ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সপু। তিনি বলেন, ‘লিগ সামনে রেখে আমরা শক্তিশালী দল গড়েছি। আশা করছি আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি অর্থাৎ চ্যাম্পিয়নশিপের সেটা আমাদের দলের খেলোয়াড়রা পূরণ করতে পারবে। আমাদের ক্লাব প্রতিষ্ঠাতা বাবু ভাই অনেক কষ্ট করে ক্লাবটিকে একটা ভিত্তির ওপর রেখে গেছেন। আমরা বাবু ভাইয়ের স্মৃতি কখনো ম্লান হতে দেব না। সবাই মিলে আমরা ক্লাবটি এগিয়ে নিয়ে যাব। আমরা শুধু ক্লাবের কার্যক্রমই নয় বাবু ভাইয়ের নামে বাবু ফাউন্ডেশন ট্রাস্টও করেছি। এই ট্রাস্টের মাধ্যমে আমরা অনেক কার্যক্রম ইতোমধ্যে করেছি। ভবিষ্যতেও করব’।