গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় নিয়ে হুয়ান গাম্পার ট্রফি পুনরুদ্ধার করল বার্সেলোনা। রোববার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ইতালির ক্লাব কোমোকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জোড়া গোল করেন লামিন ইয়ামাল ও ফার্মিন লোপেজ, আরেকটি গোল যোগ করেন রাফিনহা।

এর আগে প্রীতি ম্যাচে ডাইগুর বিপক্ষে ৫-০ এবং এফসি সিউলের বিপক্ষে ৭-৩ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। তবে কোমোর বিপক্ষে ম্যাচটি ছিল গাম্পার ট্রফি জয়ের লড়াই। যেটি তারা গত বছর ফ্রান্সের মোনাকোর কাছে হারিয়েছিল। এবার জয় নিশ্চিত করে ৪৭তমবারের মতো ট্রফিটি নিজেদের করে নিল কাতালান ক্লাবটি। ১৯৬৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীমূলক এই আসর। ১৯৯৬পর্যন্ত এটি ছিল ৪ দলীয় টুর্নামেন্ট, পরে নামিয়ে আনা হয় দুই দলে।

ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে বার্সেলোনা। গোলমুখে ১৯টি শট নেয় তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। ২১ মিনিটে ফার্মিন লোপেজ প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৩৫ মিনিটে একই খেলোয়াড় ব্যবধান দ্বিগুণ করেন এবং ম্যাচসেরা হন। ৩৭ মিনিটে রাফিনহা স্কোরলাইন ৩-০ করেন, আর ৪২ মিনিটে ইয়ামালের গোলে কার্যত কোমোর আশা শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ইয়ামাল। বাকি সময়ে আর গোল না হলেও বড় জয় নিয়েই মৌসুম শুরুর প্রস্তুতি সম্পন্ন করে জাভির শিষ্যরা। আগামী শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.