চপল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অ্যাসেট : আরচ্যারী ফেডারেশনের নতুন সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় এ্যাডহক কমিটির সদস্যরা ছাড়াও আগের কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। নতুন কমিটির দায়িত্ব বুঝে নেন আরচ্যারী ফেডারেশনের নতুন সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান।

আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল নতুন সভাপতি ড. মোঃ মোখলেস উর রহমানকে ওয়ার্ল্ড ও এশিয়ান আরচ্যারীর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগানোর কথা জানিয়েছেন আরচ্যারী ফেডারেশনের নতুন সভাপতি। চপলকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অ্যাসেট বলছেন তিনি। ‘উনার কাছ থেকে জ্ঞান, অভিজ্ঞতা, মিশন, ভিশন সবকিছু নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। সে আমাদের একজন অ্যাসেট। শুধু আরচ্যারীর নয়, স্পোর্টস জগতে সে বাংলাদেশের একজন অ্যাসেট। উনি একজন ভালো মানের আন্তর্জাতিক অর্গানাইজার। আরচ্যারী হচ্ছে তার ধ্যান জ্ঞান।‌। আমাদের এই কমিটিতে যেখানে যেখানে দরকার সবখানেই চপলকে ফোকাস করা হবে। সে আরচ্যারীর অংশ। এক কথায় শেষ।’

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। যিনি এ্যাডহক কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে আছেন। চপল জানিয়েছেন, আরচ্যারী আমার একটা সন্তান। আমার সেকেন্ড পরিবার। আমি সেই ব্যক্তি যে নাকি ঘরের বাজার না করে আরচ্যারী বাজার করেছি। নতুন পুরনো মিলে আরচ্যারীকে আমরা আরো সুন্দরভাবে পরিচালিত করব।’

নতুন সাধারণ সম্পাদক তানভীর আহমেদও সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ‘আজ আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। আমাদের সব মেম্বাররাই ছিল। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যারা পুরনো মেম্বার আছে তারাও এখানে উপস্থিত। এ থেকে আপনারা বুঝছেন আরচ্যারী একটি পরিবার। আর আমরা একসাথে কাজ করব।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.