চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এতে ৩ খেলায় ১ জয় ও ২ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে, ৩ ম্যাচের ১টি করে জয়-হার ও পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। সেমিতে খেলার সুযোগ এখনও আছে আফগানদের। আগামীকাল ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারলেই সেমির টিকিট পাবে আফগানিস্তান।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে অস্ট্রেলিয়া পেসার স্পেনসার জনসনের বলে খালি হাতে বিদায় নেন আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও আটাল। আগের ম্যাচে রেকর্ড ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম আজ করেন ২২ রান।

১৯৯ রানে সপ্তম উইকেট পতনের পর ৩৩ বলে ৩৬ রানের জুটি গড়েন আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। ১৭ বলে ১৯ রান করে থামেন রশিদ। এরপর আফগানিস্তানকে একাই টেনে নিয়ে গেছেন ওমরজাই। ৫৪ বলে ওয়ানডেতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে শেষ ওভারের চতুর্থ বলে আউট হন তিনি। ১টি চার ও ৫টি ছক্কায় ওমরজাইর ৬৩ বলে ৬৭ রানের সুবাদে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

জবাবে ১২ দশমিক ৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ঐ সময় জয়ের জন্য আরও ১৬৫ রান দরকার ছিল অসিদের। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.