চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল

ক্রীড়া প্রতিবেদক

প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ দিকে ম্যাচের প্রায় ২০ মিনিট বাকি থাকতে পরিণত হয় ১০ জনের দলে। এতকিছুর পরও কিলিয়ান এমবাপের জোড়া পেনাল্টি গোলের কল্যাণে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ফরাসী ক্লাব মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে ১০ জনের রিয়াল মাদ্রিদ।

১৫ বার ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এই জয়ের মাধ্যমে একটি অনন্য রেকর্ডও গড়েছে। ১৯৯০ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামে (এর আগে নাম ছিল ইউরোপিয়ান কাপ) ইউরোপ সেরার আসর শুরুর পর থেকে ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করল তারা। একইসঙ্গে নতুন কোচ, সাবেক রিয়াল খেলোয়াড় জাবি আলোনসোর অধীনে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়েরও স্বাদ পেলো লস ব্লাঙ্কোজরা।

এদিকে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে আর্সেনাল। গত মৌসুমে পিএসজির কাছে সেমিফাইনালে বিদায় নেওয়ার ১৩২ দিন পর আর্সেনাল আবারও চ্যাম্পিয়নস লিগে মাঠে নামে। সান মেমেসের শত্রু ভাবাপন্ন পরিবেশে নতুন মৌসুম শুরু করে তারা, যেখানে নতুন আটজন খেলোয়াড় যুক্ত হয়েছে আর্সেনালের দলে, পাঁচজন ছিলেন শুরুর একাদশে।

অন্যদিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এবং জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ড্র করেছে ৪-৪ গোলে। এই ম্যাচে মূলত দুর্ভাগ্য বরুশিয়ার। ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল দলটি; কিন্তু ইনজুরি সময়ে গিয়ে দুটি গোল হজম করে জয় ছাড়াই, ৪-৪ গোলে মাঠ ছাড়তে হলো তাদের। ৯০+৪ মিনিটেও ৪-২ গোলে এগিয়ে ছিল তারা। ৯০+৪ ও ৯০+৬ মিনিটে শেষ দুটি গোল হয়।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.