ক্রীড়া প্রতিবেদক
ছন্দ ফিরে পেতে শুরু করেছে লিভারপুল। অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিলো আর্নে স্লটের দল।
প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচের মধ্যে ছয়টিতে পরাজয়ের পর গত শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ের পথে ফেরে লিভারপুল। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে তারা। জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিস্টার।
এদিকে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে জয় দিয়ে নিজেদের অপরাজিত ধারায় অটল রইল জার্মান জায়ান্টরা।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল। স্লাভিয়া প্রাগের মাঠে ৩-০ গোলের জয়ে দারুণ ফর্ম ধরে রাখলো মিকেল আর্তেতার দল।

