ক্রীড়া প্রতিবেদক
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলায় জয় পেয়েছে লালমনিরহাট, কুষ্টিয়া, টাঙ্গাইল ও স্বাগতিক রাজশাহী। চূড়ান্ত পর্বের ভেন্যু রাজশাহীর শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। আটটি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছে।
এ গ্রুপে লালমনিরহাট ৪-০ গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়াকে। লালমনিরহাটের হয়ে হ্যাটট্রিক করেন সাইমা নুসরাত। অপর গোলটি করেছেন লিভা আক্তার। এই গ্রুপের অন্য ম্যাচে কুষ্টিয়া ১-০ গোলে জয় পেয়েছে সাতক্ষীরার বিপক্ষে। একমাত্র গোলটি করেন বন্যা খাতুন।
বি গ্রুপের ম্যাচে টাঙ্গাইল ২-০ গোলে হারিয়েছে ফরিদপুরকে। দু’টি গোলই করেন সুরমা আক্তার। দিনের শেষ ম্যাচে স্বাগতিক রাজশাহী ১-০ গোলে হারিয়েছে মাগুরাকে। রাজশাহীর হয়ে জয়সূচক গোল করেন মিরা খাতুন। আগামী পহেলা এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।