ক্রীড়া প্রতিবেদক
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিলেন স্প্যানিশ হাবিয়ের কাবরেরা। আগামী ডিসেম্বর পর্যন্ত তার সাথে চুক্তি স্বাক্ষর করেছে ফুটবল ফেডারেশন। চুক্তিতে স্বাক্ষর করেন নতুন কোচ হাবিয়ের কাবরেরা ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফে ও ন্যাশনাল টিমস কমিটির সদস্য সত্যজিৎ দাস রূপু, ন্যাশনাল টিমস কমিটির সদস্য মানস চন্দ্র দাস ও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
দায়িত্ব নিয়ে নতুন কোচ জানিয়েছেন, ‘ আমি ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। আগে খেলোয়াড়দের দেখতে চাই। মার্চে ফিফা উইন্ডো আছে। এরপর এশিয়ান কাপ বাছাই নিয়ে ভাববো। আমি শূন্য থেকে শুরু করতে চাই। পরিশ্রম করে সাফল্যকে স্পর্শ করতে চাই’।

৩৭ বছর বয়সী কোচ প্রথমবার কোন জাতীয় দলের দায়িত্ব নিলেন। ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তাই বাংলাদেশের ফুটবল সম্পর্কে আগে থেকে একটা ধারণা ছিল এই স্প্যানিশ কোচের। তিনি জানান, ‘ ২০০৪ সাল থেকে পেশাদার ফুটবলে কাজ করছি। শুরুটা করেছিলাম ফুটবল এনালিস্ট হিসেবে। এরপর বিভিন্ন হাই পারফরম্যান্স একাডেমী ও ভারতের পেশাদার ফুটবলের সিনিয়র দলগুলোর সঙ্গে কাজ করেছি। স্পেনেও কাজ করেছি। লা লিগার ভারতের প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলাম। ভারতের কাজ করেছি প্রায় ৮ বছর আর এই কারনেই আমি সাফ ফুটবল দেখার সুযোগ পেয়েছি’।
জাতীয় ফুটবল দলের নতুন কোচের এখন কাজ হচ্ছে বিভিন্ন ক্লাব পরিদর্শন করবেন তিনি। আগামী শুক্রবার ঢাকা আবাহনী ক্লাবে যাবেন। সেখানে অনুশীলন দেখবেন ও জাতীয় দলের ফুটবলারদের পরখ করবেন। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু পেশাদার লিগের বিভিন্ন ম্যাচ দেখবেন তিনি যাতে করে জাতীয় দলের ফুটবলারদের সম্পর্কে ধারণা পেতে পারেন ও নতুন ফুটবলার বাছাই করতে পারেন এই স্প্যানিশ কোচ। এছাড়া গত কয়েক বছরে জাতীয় দলের বিভিন্ন ম্যাচের ভিডিও তাকে দেখানো হবে। সেখান থেকেও বাংলাদেশ দলের কি কি সমস্যা রয়েছে সেসব বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবেন হাবিয়ের কাবরেরা।