ক্রীড়া প্রতিবেদক
জ্যামাইকা টেস্টের প্রথম দিন শেষ হয়েছে মাত্র ৩০ ওভারে। বাংলাদেশ শেষ সেশনে ২ উইকেটে ৬৯ রান করে দিন শেষ করে। প্রথম দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। সাদমান ৫০ ও শাহাদাত ১২ রানে অপরাজিত আছেন।
ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের টস নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টাইগারদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ওপেনার জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম ও পেসার শরীফুলে জায়গায় একাদশে এসেছেন নাহিদ রানা।
টস জিতে ব্যাটিং নিয়ে ১০ রানে বাংলাদেশ জয়-মুমিনুলকে হারায়। উইন্ডিজের হয়ে একাই দুই উইকেট নেন রোচ। শুরুতে ফেরেন ওপেনার জয়। উইকেটের মিছিলে শামিল হন মুমিনুল। প্রতিরোধ শুরু করেন সাদমান-শাহাদাত। দুজনে খেলছেন দেখেশুনে, সাবলীলভাবে। সাদমান হাফ সেঞ্চুরি করে ৫০ রানে অপরাজিত আছেন। ১২ রানে অপরাজিত থাকা শাহাদাতকে নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন সাদমান।