ক্রীড়া প্রতিবেদক
ফিটনেস নিয়ে শঙ্কা এবং ম্যাচের অনুশীলনের অভাব থাকা সত্বেও পেসার হারিস রউফকে রেখেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন কাঁধের ইনজুরিতে পড়েন ৩০ বছর বয়সী রউফ।
পিসিবির নির্বাচক কমিটি জানিয়েছে, রউফ সুস্থ আছেন এবং মাঠে নামতে মরিয়া। এক বিবৃতিতে পিসিবির বলেছে, ‘রউফ সম্পূর্ণ সুস্থ এবং নেটে ভালোভাবেই বোলিং করেছে। হেডিংলিতে প্রথম ম্যাচে সে খেলতে পারতো তাহলে ভালো হতো। কিন্তু আমাদের বিশ্বাস সামনের ম্যাচগুলোতে সে নিজের সেরা ফর্ম দেখাতে পারবে।’
হেডিংলিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ২০তম এবং শেষ দল হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন বাবর আজম। অধিনায়ক হিসেবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবেন তিনি। যুক্তরাস্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আগামী ২-২৯ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।