টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক

ক্যালেন্ডারের পাতা হিসেব করলে আর বাকি ৩২ দিন। এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে বসবে ক্রিকেটের বড় আসর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দলগুলো এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড যাচাইয়ের কাজে। চলমান আইপিএলের দলগুলোতে খেলা তারকাদের দিকে বাড়তি নজর রেখেছে। আইপিএল থেকেই দল বাছাইয়ের কথাও জানিয়েছেন অনেকেই। তবে আইপিএলের শেষ অব্দি অপেক্ষা করে নি নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট কর্তারা ১জন রিজার্ভসহ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। ঘোষিত এই দলে খুব বড় কোন চমকের দেখা নেই।

উইলিয়ামসনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। কিউইদের ১৫ সদস্যের এই স্কোয়াডে আছেন ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়া উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। এছাড়া রিজার্ভ হিসেবে রাখা হয়েছে বেন সিয়ার্সকে। নিউজিল্যান্ডের পেস আক্রমণে থাকবেন অভিজ্ঞ টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এছাড়া কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া রাচিন রাবিন্দ্রা ও ম্যাট হেনরিও আছেন স্কোয়াডে।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতে পারবেন না পেসার অ্যাডাম মিনলে। গোড়ালিতে অস্ত্রপচার হওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজও খেলতে পারেননি তিনি। এছাড়া দলে নেই আরেক পেসার কাইল জেমিসন। পিঠের ইনজুুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ডানহাতি এই পেসারকে দলে রাখেনি নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রাসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রা, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স (রিজার্ভ)।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.